আন্তর্জাতিক

ইরানের আবিষ্কার: ১০০ মিটার দূর থেকেই শনাক্ত হবে করোনা রোগী

১০০ মিটার দূর থেকেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করার নতুন যন্ত্র আবিষ্কারের দাবি করেছে ইরান। পাশাপাশি চুম্বক শক্তি চালিত এ যন্ত্রটি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই আক্রান্ত এলাকা শনাক্ত করা যাবে বলেও জানানো হয়।

বুধবার ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এ দাবি করেন। এ খবর জানিয়েছে দেশটির আধাসরকারি তাসনিম সংবাদ সংস্থা।

ইরানের মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, এই যন্ত্রে ভাইরাসের উপস্থিতি ধরতে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়েছে। যন্ত্রের অ্যানটেনা ১০০ মিটার ব্যাসার্দ্ধ এলাকার যে কোনো স্থান থেকে এই ভাইরাসের উপস্থিতি ধরতে পারবে। এছাড়া পাঁচ সেকেন্ডের মধ্যে সংক্রমিত এলাকা চিহ্ণিত করতে পারবে।

খবরে বলা হয়েছে, মেজর জেনারেল সালামি বলেছেন এই যন্ত্র শতকরা ৮০ ভাগ সঠিক। তবে এর পক্ষে তিনি কোনো তথ্যপ্রমাণ দেননি।

করোনা বিশেষজ্ঞদের মতে কোভিড ১৯ শনাক্ত করার সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা হল নাক বা গলার ভেতর থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাগারে তা পরীক্ষা করে দেখা।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ইরানে চার হাজার ৭৭৭ জন মারা গেছেন। আর এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩৮৯ জন। এ ছাড়া সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার জন।

আরও পড়ুন >   পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker