অর্থনীতি

আড়াইহাজারে ভন্ড কবিরাজদের কুকর্ম ও ব্যবসা, প্রসাশনের দৃষ্টি আকর্ষণের দাবী এলাকাবাসীর

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী কান্দাপাড়া গ্রামের সোয়াদ আলী(৬০) এর দুই ছেলে শুক্কুর আলী(৪০) ও সের আলী(৫০) তারা তাদের নিজ বসত বাড়ীতে জ্বীন হাজির করে ভন্ডামীর মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার সরল অসহায় মানুষ যুবক-যুবতীদের কে জ্বীন হাজির করার নামে অসাধ্যরে সাধ্য করা, মামলা-হামলা থেকে রক্ষা করা স্বামী-স্ত্রীদেও মিল করে দেওয়া, অবিবাহীত মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া, যাদের সন্তান হয় না তাদের মাতৃত্ব করে দেওয়ার নাম করে বিভিন্ন কলা-কৌশল ও প্রতারণার মাধ্যমে প্রলোভন দেখিয়ে সহজ সরল হাজার হাজার মানুষরে কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এই ভন্ড কবিরাজ গণ। টাকা নেওয়ার পর থেকে ঝাড় ফু ও তাবিজ গবজের মাধ্যমে শান্তনা বা বুঝ দিয়ে তাদের কে বাড়ীতে পাঠিয়ে দেয়। অনেক যুবতী মহিলাদের কে বলে দেয় আমি যা দিয়েছি এই তাবিজ দিয়ে কাজ না করলে ৮/১০দিন পরে আবার একা আসবেন বলে দেয়। পরে যুবতীরা কবিরাজ বাড়ীতে আসলে ভুক্তভোগী রোগীরা তাদেও স্বামীর সাথে অমিলের মিল করে দেওয়ার নামে কবিরাজদের সাথে তাদের দাবী করা কথা-বার্তা না মানলে আপনাদের কাজ হবে না বলে জানায় কবিরাজ।

কবিরাজের কাছে যাওয়া এমন যুবতীদের সাথে কথা আলাপ কালে তারা জানায়, অসৎ কবিরাজদের কাছে আসলে মেয়েদের বিভিন্ন ভাবে ইজ্জত ভোগ করার চেষ্টা করে। কেউ কেউ ইজ্জত নষ্ট না করে বাড়ীতে ফিরে যায়। আবার অনেকেউ ইজ্জত নষ্ট করলেও সামাজিক হেও পতিপুণ হয় মনে করে মুখ ফুটে কাউকে বলতে পারে না। উপজেলার বিজয় নগর ব্যাপারীপাড়ার কাসেম কবিরাজের ছেলে ফারুক(৫০), আড়াইহাজার পৌরসভার বৈলারকান্দী এলাকার সালাম(৫৫), আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়ণের বাইলাট বগাদীর খালেক পাগলা(৬০) সহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধীক এমন ভন্ড কবিরাজ রয়েছে। আড়াইহাজার বাসীর দাবী দেশের আইন শৃঙ্গলা রক্ষা বাহিনীর কাছের কোনো দাবী সঠিক ভাবে তদন্ত করে তাদেও আইনের আওয়াতায় এনে তাদের সঠিক বিচারের দাবী জানিয়েছে।

আরও পড়ুন >   ১৭ পণ্য নিষিদ্ধ ঘোষণা করেছে বিএসটিআই
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker