আড়াইহাজার উপজেলা

আড়াইহাজারে স্কুলছাত্রী অপহরণ ও ১০লাখ টাকা মুক্তিপন দাবীতে আসামী আটক

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার এক স্কুল ছাত্রী অপহরণ ও মুক্তিপণ দাবীর চার দিনের মাথায় র‌্যাব-১১ এর সদস্যরা সোমবার রাতে ফতুল্লাহ এলাকা থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার  করেছে। অপহৃতা আনিকা খন্দকার (১৫) আড়াইহাজারের কে এম সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এবং উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের কে এম আহাদের মেয়ে।

র‌্যাব জানায়, ওই ছাত্রীকে গত ১০ নভেম্বর দুপুরে স্কুলে যাবার সময় স্কুল সংলগ্ন ঢাকা- সিলেট মহাসড়ক থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় হাসানুর রহমান সুজন (১৯) নামে এক যুবক। সে রংপুর জেলার সদর উপজেলার সাহেবগঞ্জ পাঠানটারী গ্রামের ইকরামুল হকের ছেলে। সে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় অবস্থিত নিক্সন সান্ট গার্মেন্স এ চাকুরী করতো।  অপহরণের পর পর অপহরণকারী অপহৃতার মা খন্দকার ফাতেমার মুঠোফোনে কল দিয়ে আনিকা খন্দকারকে অপহরণের কথা স্বীকার করে তার কাছে নগদ ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অপহৃতার পিতা কে এম আহাদ এ বিষয়ে একই সঙ্গে আড়াইহাজার থানায় ও র‌্যাব-১১ কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।

পরে  সোমবার রাতে  র‌্যাব -১১ এর টহল টিম ফতুল্লার হাজীগঞ্জের থেকে অপহরণ কারীকে গ্রেফতার ও করে ভিকটিমকে উদ্ধার করে।

আরও পড়ুন >   আড়াইহাজারে আদালতের নিষেধাজ্ঞার পরেও হিন্দু পরিবারের উপর হামলা ও দখলের চেষ্টা
আরও দেখুন

সম্পৃক্ত

এছাড়াও পড়ুন
Close
Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker