জেলা সংবাদরাজনীতি

আড়াইহাজারে বিএনপি-পুলিশ সংঘর্ষ ঘটনায় বিএনপির ১২০জনের নামে মামলা

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাচরূখি বাজার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১২০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নুর-ই-আলম সিদ্দিকী বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০ জনসহ ১২০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

এর আগে ১১ ফেব্রুয়ারি দুপুরে দলটির কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে স্থানীয় পাঁরুখী বাজার এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আটক ইয়াকুব (২৭) নামের এক ব্যক্তিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি স্থানীয় পাঁচরুখী গজারিয়াপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

এজাহারে উল্লেখিত বিবরণ থেকে জানা গেছে, ১১ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ও হুকুমে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ শতাধিক নেতাকর্মী হাতে লাঠিসোটা, রড, অস্ত্র ও ককটেল বোমা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এসময় পুলিশ বাঁধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ সহ ককটেলের বিস্ফোরণ ঘটনায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক দলটির নেতকার্মীদের হামলায় আড়াইহাজার থানা পুলিশের এএসআই সৈয়দ আলী কং-১০৫১, আলমগীর কং-১৩৯৯ ও রাজীব হোসেনসহ পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন >   আড়াইহাজারে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

এদিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক লুৎফর রহমান আব্দু বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অনুযায়ী নজরুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সমর্থকরা শান্তিপূর্ণভাবে বেলা ১ দুপুর দিকে ‘পথযাত্রা’ শুরু করেন। আমরা সাতগ্রাম ইউনিয়নে পদযাত্রা নিয়ে বের হলে পুলিশ আমাদের বাঁধা দেয়, আর এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশও রাবার বুলেট ছুড়ে। এতে আমাদের ৬০-৭০জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যুবদল নেতা ইয়াকুবকে গ্রেফতার করে ৫দিনের পুলিশ রিমান্ড চেয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন, ১। ইয়াকুব (২৭) পিতা- আব্দুল মজিদ, সাং- পাঁচরুখী গজারিয়াপাড়া, থানা-আড়াইহাজার, ২। নজরুল ইসলাম আজাদ (৪৩), পিতা-মৃত মোস্তাফিজুর রহমান, সাং-পাঁচরুখী, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি, ৩। মোঃ ইউসুফ আলী ভূঁইয়া (৬৫), পিতা- মৃত আব্দুল মালেক ভূঁইয়া, সাং- চামুরকান্দি, ৪। মাছুম সিকারী(৪৮), পিতা- মৃত জয়নাল মেম্বার, সাং- শ্রীনিবাসদী, ৫। মোঃ খোরশেদ আলম (৪০), পিতা- মৃত হাছেন আলী ভূঁইয়া, সাং- পাঁচরখী পশ্চিমপাড়া, ৬। মোঃ মফিজুল ইসলাম(৪৫), পিতা- মৃত রূপ মিয়া, সাং- লতবদী, ৭। মোশারফ হোসেন (৫৫), পিতা-মৃত আমিন উদ্দীন, সাং- বাজবী দুপ্তারা, ৮। মাসুম (২২) পিতা-মৃত হালিম মোল্লা, সাং- রসুলপুর মোল্লাপাড়া, ৯। রিপন মেম্বার (৪০) পিতা- মৃত আনিছুর রহমান, সাং- পুরিন্দা বাজার, ১০। এমরান ডাকাত (৪৮) পিতা- মৃত ফজলুল হক, সাং- সত্যবান্দি, ১১। রফিকুল ইসলাম (৪৩) পিতা- মৃত সাহেব আলী, সাং- বাজবী হাজীপাড়া, ১২। আসাদ (৩৫) পিতা-আজিম উদ্দীন, সাং- দক্ষিণপাড়া, ১৩। আল-আমিন (৩৩) পিতা- কাজল, সাং বাজবী, ১৪। আলমগীর (৪০) পিতা- আজগড় আলী, সাং- দক্ষিনপাড়া, ১৫। মোঃ সাদেক (৩৫), পিতা- শামসুল, সাং- দক্ষিনপাড়া, ১৬।শফিকুল (২৬) পিতা- মৃত আব্দুস সালাম, সাং- পাকাতুয়া (সাতগ্রাম), ১৭। তানভীর (২৪) পিতা- মৃত রহিম, আতাউর মেম্বারের ভাগিনা সাং- ছনপাড়া, ১৮। হিরণ (৪০) পিতা- আঃ করিম, সাং- ছনপাড়া মাইজপাড়া, ১৯। মিল্লাত (১৮) পিতা- অজ্ঞাত, সাং- পাঁচরুখী দিঘীরপাড়, ২০। বাবুল (৪০) পিতা- খোরশেদ মিয়া, সাং- ছনপাড়া মাইজপাড়া, ২১। আতাউর মেম্বার (৫০) পিতা- মৃত আলেক, সাং- ছনপাড়া মাইজপাড়া, ২২। রবিউল ইসলাম (২৩) পিতা- হাজীকুর, সাং- পাঁচরুখী মাইজপাড়া, ২৩। আকাশ (১৮) পিতা- আনার, সাং- ছনপাড়া মাইজপাড়া, ২৪। সজল (২৭) পিতা ইলিয়াস, সাং- পাঁচরুখী মাইজপাড়া, ২৫। হাবিবুর ভূঁইয়া (২৭) পিতা- অজ্ঞাত, খোরশেদের ড্রাইভার, সাং- অজ্ঞাত, ২৬। রনি (২৩) পিতা- লোকচান, সাং-পুরিন্দা মান্নান চেয়ারম্যানের ভাতিজা, ২৭। রেজাউল করিম (৪৫) পিতা- ফায়জুর রহমান, সাং- রসুলপুর, ২৮। নাহিন (২২) পিতা- নাদিম, সাং- পাঁচরুখী গজারিয়াপাড়া, ২৯। খোরশেদ (৪০) পিতা- আব্দুল মজিদ, সাং- পাঁচরুখী গজারিয়াপাড়া, ৩০। নয়ন (৪৫) পিতা- অখিল উদ্দীন, সাং- পুরিন্দা, ৩১। নাঈম (৪২) পিতা- অখিল উদ্দীন, সাং- পুরিন্দা, ৩২। কাইয়ুম (৩৮) পিতা- অখিল উদ্দীন, সাং- পুরিন্দা, ৩৩। সাইফুল (৪৮) পিতা- আঃ রশিদ সরকার, সাং- পুরিন্দা বড়বাড়ী, ৩৪। সাজু (১৮) পিতা- জজ মিয়া, সাং- পাঁচরুখী গজারিয়াপাড়া, ৩৫। শাওন (১৮) পিতা মাহাবুব, সাং- পাঁচরুখী গজারিয়াপাড়া, ৩৬। ইয়াকুব (২৪) পিতা- কানা সাত্তার, সাং- পাঁচরুখী মাইজপাড়া, ৩৭। কামাল (৩২) পিতা- বোরহান, সাং- বাহাদুরপুর, ৩৮। মামুন (২৮) পিতা- মৃত কবীর, সাং- পাঁচরুখী, ৩৯। ইকবাল (৩৪) পিতা- মৃত ফারুক, সাং- পাঁচরুখী, ৪০ অপু(২৪) পিতা- মৃত বকুল, সাং- পাঁচরুখী পূর্বপাড়া, ৪১। রুহুল আমীন, পিতা- মৃত কবীর, সাং-পাঁচরুখী পূর্বপাড়া, ৪২। আবদু (৫২) পিতা- মৃত সুরুজ আলী, সাং- পাঁচরুখী, ৪৩। মোঃ ইকবাল হাসান (২৫) পিতা- আঃ করিম, সাং- নতুন বান্টি, ৪৪। সবুর(৫৫) পিতা- মৃত আলী, সাং- পুরিন্দা বাজার, ৪৫। সেলিম (৪৫) পিতা- নূরু প্রধান, সাং- টেকপাড়া, ৪৬। আলী ডাকাত (৫৫) পিতা- মৃত নূর মোহাম্মদ, সাং- চারিগাঁও, ৪৭। মুকবুল (৫২) পিতা- মৃত দৌলত মোল্লা, সাং- রসুলপুর, ৪৮। কাজল (৩৮) পিতা- আঃ আউয়াল, সাং- টেকপাড়া, ৪৯। রানা (৪০) ।

আরও পড়ুন >   আড়াইহাজারে ২৪ ঘন্টায় দুর্ঘটনায় নিহত-৬, আহত অন্তত ২৩
আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker