জেলা সংবাদসারাদেশে

আড়াইহাজারের ছুরিকাঘাতে যুবক খুন

আড়াইহাজার প্রতিনিধিঃঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের ঈদবারদি এলাকার কাইয়ুম (২২) নামের মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

এই বিষয়ে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার আবু বক্করের ছেলে হিমেল কে আটক করেছে পুলিশ।

শনিবার ( ২৭আগস্ট) সকালে উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে কাইয়ুম নাস্তা আনতে দোকানে গেলে দুর্বৃত্তরা মটর সাইকেল দিয়ে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কাইয়ুমের। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এই বিষয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি তবে তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে নিরাপদ সড়কের দাবীতে ছাত্র শিক্ষকদের মানবন্ধন
আরও দেখুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button